খাল থেকে ববি কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৭:২৩

ববি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. নুর ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ । বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম কর্ণকাঠি এলাকার পাশের বয়ে যাওয়া একটি খাল থেকে ধান  পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মো. নুর ইসলাম। পরে দুপুর দুইটার দিকে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে নুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মারা গেছে । তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো রয়েছে। আমরা তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি পশ্চিম কর্ণকাঠির মধ্যে পড়েছে।