বিস্ফোরক মামলায় গ্রেপ্তার বেরোবি কর্মকর্তা রাসেল

প্রকাশ | ০৮ মে ২০২৫, ১৭:৫০ | আপডেট: ০৮ মে ২০২৫, ১৮:০৪

বেরোবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি তৎকালীন প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে  বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ।

বুধবার (৭ মে) দিবাগত রাত ২টায় নিজ বাসা থেকে রাসেলকে গ্রেপ্তার করে তাজহাট থানা পুলিশ। গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বুধবার (৭ মে) বিস্ফোরক আইনে ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ। মামলার পরপরই বিশ্ববিদ্যালয়ের ডেসপাস শাখার সহকারী রেজিস্ট্রার মোক্তারুলকে গ্রেপ্তার করা হয়। 

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ আরও অনেকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, আপনারা জানেন মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করেছি। এরপর রাত ২টার দিকে রাফিউল আলম রাসেল যিনি সহকারী রেজিস্ট্রার তাকেও গ্রেপ্তার করা হয়েছে।