জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ | ১১ মে ২০২৫, ১৭:২৫

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৌলতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়ার আলী, সাংবাদিক মো. সাইফুল ইসলাম (শাহীন), এ টি ও খন্দকার মো. শিপাইনুর আরেফিন, মো. সাইফুল ইসলাম, মো. কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. এহসানুল হক, মো. ইউনুস আলী, মো. সিদ্দিকুর রহমান, মো. সুজাউদ্দিন (সুজা)।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।