হাবিপ্রবি শিক্ষার্থীকে মারধর, বিভিন্ন পরিবহণের ৭ বাস আটক হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১০:০১

হাবিপ্রবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে বাসের হেল্পার, সুপারভাইজার এবং ড্রাইভার কর্তৃক মারধরের প্রতিবাদে দিনাজপুর রংপুর সড়কে সাতটি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। 

গতকাল শনিবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বাস আটক করেন তাঁরা। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাস সাতটি আটকে রাখা হয়েছে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম সোহেল। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী। 

জানা যায়, শনিবার বিকালে টার্মিনাল এলাকায় একটি বাস শিক্ষার্থীর গা ঘেঁষে বেপরোয়াভাবে গেলে শিক্ষার্থী কারণ জিজ্ঞাসা করেন। এর জের ধরে বাসের হেল্পার নেমেই তাকে মারধর ও বাবা-মায়ের নাম তুলে গালিগালাজ করে। 

ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে পরিচয় দিলে তারা বিশ্ববিদ্যালয় নিয়েও গালিগালাজ করে। পরে বাসের মধ্যে থাকা ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পারসহ আবার মারধর করেন এবং টার্মিনালে আধাঘন্টার মতো আটকিয়ে রাখেন এবং ফোন ছিনিয়ে নেয় ।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাতটি বাস আটকে রাখা হয়েছে। বাসের মধ্যে চালক ও চালকের সহকারীরা শুয়ে-বসে অলস সময় পার করছেন। 

জানতে চাইলে একটি বাসের চালক বলেন, ‘আমাদের কোনো একটি বাসে এক শিক্ষার্থীর সঙ্গে ঝামেলা হয়েছে। তাই আমাদের বাস আটকে রাখছে। 

অপরাধ করেছে একজন আর তার ফল ভোগ করছি আমরা। মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি, এখনো তারা আসেননি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, মারধরের জের ধরে শিক্ষার্থীরা বাস আটকে রাখা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। 

কিন্তু তাঁরা আসবেন আসবেন করে এখনো আসেননি। তাঁরা এলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।