ল্যাপটপ-প্রজেক্টর ও মাল্টিমিডিয়া

মান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তি সামগ্রী বিতরণ

প্রকাশ | ২১ মে ২০২৫, ১৩:১১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
ল্যাপটপ, প্রজেক্টর ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ ।।ছবি: যায়যায়দিন

নওগাঁর মান্দায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১ টি ল্যাপটপ,১২৬ টি প্রজেক্টর ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে ও সাধারণ সম্পাদক.ডাঃ ইকরামুল বারী টিপু প্রমূখ।