নারীবিষয়ক সংষ্কার কমিশন বাতিলের দাবিতে শাবির নারী শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৭:২৪

শাবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ও নারীর ডাকে মৈত্রী যাত্রার বিরুদ্ধে প্রতিবাদ কমসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্বরূপ ইসলামিক কালচারাল অর্গানাইজেশন এ প্রতিবাদ কর্মসূচী আয়োজন করে।

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা ইসলাম বিরোধী আখ্যা দিয়ে জান্নাতুল সুমাইয়া সাফি বলেন, 'নারীবিষয়ক সংস্কার কমিশনের পেশকৃত প্রস্তাবনার অধিকাংশই ইসলাম ধর্ম জাতিসত্তার সাথে সাংঘর্ষিক। এটা নারীদের মর্যাদা খর্ব করে। স্বাধীনতার নামে কমিশন যে প্রস্তাবনা দিয়েছেন তা পরিবারিক কলহ আরো বাড়িয়ে তুলবে। স্বামী-স্ত্রীর মাঝে সম্মতির অভাবকে 'বৈবাহিক ধর্ষণ' হিসেবে চিহ্নিত করে শাস্তির বিধান দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা দাম্পত্য সম্পর্ককে আরও জটিল করে তুলবে এবং পারিবারিক অস্থিরতা বাড়বে।'

তিনি আরও বলেন, 'পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে যৌনকর্মীদের শ্রমজীবী হিসেবে স্বীকৃতি ও মর্যাদা প্রদানের সুপারিশ প্রকৃতপক্ষে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের একটি ভয়ংকর ব্যবস্থা। ইসলাম ও সুস্থ সমাজ ব্যবস্থা পতিতাবৃত্তিকে পেশা হিসেবে মানে না বরং তা নির্মূল করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করাই রাষ্ট্রের দায়িত্ব। তাই অবিলম্বে এসব প্রস্তাবনা বাতিল করতে হবে।'

এসময় শিক্ষার্থীরা অন্তবর্তীকালীন সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন এই শিক্ষার্থীরা। দাবি সমূহ হলো- নারী সংস্কার কমিশনের সুপারিশ ও প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ধর্ম, সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত বর্তমান কমিশন বাতিল করে ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় বিশ্বাসী এবং দেশের অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করেন এমন প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন করতে হবে, পতিতাবৃত্তি নির্মূলের কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট নারীদের মানবিক ও হালাল উপায়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ও ধর্মীয় বিধানসমূহকে সংবিধানের আলোকে রক্ষা করে নারী উন্নয়নের একটি ভারসাম্য মূলক ও সমাজ বান্ধব রূপরেখা প্রণয়ন করতে হবে।

এসময় শিক্ষার্থীদের হাতে 'নারী পুরুষ বাইনারি এই শর্তেই দেশ গড়ি', 'যৌন কর্মী স্বীকৃতি দান, মায়ের জাতির অপমান', 'সম অধিকার নয়, চাই ন্যায্য অধিকার', 'নারী পুরুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী', 'পতিতাবৃত্তি কে না বলি', 'সমতার নামে নারীর বিকৃতি চলবে না', 'নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই, অপসংস্কৃতি চলবে না', 'স্যা নো টু এলজিবিটি অ্যাজেন্ডা' ইত্যাদি স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা যায়।