ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী
প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৭:২৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদের ৩৫ শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
আজ শনিবার (২৪ মে) বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এর আয়োজন করা হয়।
অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ধর্মতত্ত্ব অনুষদের জালাল উদ্দীন, আজম আহমেদ, নোমান ইবনে খায়ের, আনোয়ারুল কবির, আব্দুল আহাদ, মাছুম বিল্লাহ, জান এ আলম, রাসেল আহমেদ ও আহামদ উল্লাহ, কলা অনুষদের সিহাব উদ্দিন, সোহেদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম, সামাজিক বিজ্ঞান অনুষদের ইমরুল কায়েস, আবু জাহেদ রায়হান ও সুমাইয়া আফরিন, আইন অনুষদের তাহমিদ হাসান, নাহিদ হাসান জয় ও রেদওয়ানুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের মুশফিকা খানম, তাসনিম আরা, আখি খাতুন ও আল আমিন, বিজ্ঞান অনুষদের রাবিয়া খাতুন, রুবাইয়াতুল ইসলাম জেরিন, ফারিয়া ইসলাম, ওমর ফারুক ও লতিফুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শামিম সরকার, রুবাইয়া হাসনা, সাফিকুর রহমান ফাহিম ও মারুফা ইয়াসমিন মিশু এবং জীব বিজ্ঞান অনুষদের বুলবুল সৈকত, মাহাদী হাসান সজল, খাদিজাতুল সিমরান ও সুরমা পারভিন।
অনুষ্ঠানে ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসাইন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তোমাদের একডেমিক জীবনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তুমি নিজেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন অনন্য শিক্ষার্থী হিসেবে বাইরে উপস্থাপন করবে। এই অ্যাওয়ার্ডের মর্যাদা তোমাকে কর্মজীবনে রক্ষা করতে হবে। সবকিছুই চেষ্টার ফল, মানুষ যতটুকু চেষ্টা করে ততটুকুই সফলতা অর্জন করে। তোমরা আগামীতে আরও সফলতা অর্জন কর এই দোয়া করি।’