শহীদ মিনারে শহীদ হাসানের জানাজার ইমাম সাদিক কায়েম
প্রকাশ | ২৫ মে ২০২৫, ০০:০০

থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহীদ মো. হাসানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) রাতে শহীদ মিনারে জানাজার ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠন সাদিক কায়েম।
সাদিক কায়েমের ইমামতিতে জানাজায় উপদেষ্টা আসিফ মাহমুদ, নাগরিক পার্টির আখতার হোসেন, সারজিস আলম, শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, ছাত্রদলের আমানুল্লাহ আমান, নাহিদুজ্জামান শিপনসহ সব দলের নেতারা অংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমাসহ আরও অনেকে ।
এর আগে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহীদ মো. হাসানের মরদেহ শনিবার (২৪ মে) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
সেখানে তাকে রিসিভ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) ও মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং মরহুমের পরিবারের সদস্যসহ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাত ৯টার পরে তার জানাজা অনুষ্ঠিত হয়ে।
প্রসঙ্গত গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগারপাসে জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হন হাসান।
প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল পাঠানো হয়। শেষে তাকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন হাসান।
জানা যায়, শহীদ হাসানের মায়ের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে।
দাফনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন নোয়াখালী সার্বিক ব্যবস্থা নিয়েছে।