কাজী নজরুল অন্যায়ের প্রতিবাদ ও ঐক্য ধরে রাখতে শিখিয়েছেন: ঢাবি ভিসি
প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৩:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, এই মূহুর্তে কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ঐক্য ধরে রাখতে শিখিয়েছেন। নজরুলের শিক্ষা সার্বজনীন ও চিরন্তন।
রোববার (২৫ মে) কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীরা একটি হল কাজী নজরুলের নামে করার প্রস্তাব দিয়েছে।
বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখা হয়েছে। নতুন যে হলগুলো নির্মাণ হবে তার মধ্যে একটি হলের নাম কবির নামে রাখা হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে।
নজরুল জয়ন্তীর এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। কবির জন্মজয়ন্তী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।