ঈদে ২৩ দিন ছুটি পাচ্ছেন মাভাবিপ্রবি শিক্ষার্থীরা
প্রকাশ | ২৮ মে ২০২৫, ১৪:২৮

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ২১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ৩১ মে হতে ১১ জুন (১২ ও ১৩ জুন ২০২৫ সাপ্তাহিক ছুটি) এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৪-১৮ জুন ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা, বিভাগ ও অফিস বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ২১ জুন (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিস যথারীতি চালু হবে। এছাড়াও ২৯ ও ৩০ মে (বৃহস্পতিবার ও শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় পুরো ছুটি মিলিয়ে মোট ২৩ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয় বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন অফিস, রান্নাঘর এবং ডাইনিং-সহ সব ধরনের সেবা প্রদান বন্ধ থাকবে। ওই সময় যারা হলে অবস্থান করবে তাদের নিজ দায়িত্বে নিজস্ব ব্যবস্থাপনায় অবস্থান করতে হবে।’
তিনি আরও জানান, ২৯ মে রাত থেকে ডাইনিং বন্ধ থাকবে এবং ১৭ জুন রাতে কুপন সংগ্রহ করে ১৮ জুন থেকে খাবার খেতে পারবেন শিক্ষার্থীরা।