চাঁদা দাবির অভিযোগ
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীকে অপহরণ
প্রকাশ | ২৮ মে ২০২৫, ১৩:৪২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল জানান, তাকে মেস থেকে ডেকে নিয়ে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে পাঁচ হাজার টাকা দাবি করে একদল স্থানীয় কিশোর গ্যাং সদস্য।
ঘটনাটি ঘটে গত রবিবার রাতে। নাজমুলের দাবি, তার সহপাঠী বিজয়ের ডাকে সাড়া দিয়ে কেবি কলেজ সংলগ্ন কেওয়াটখালীর একটি মেস থেকে বের হন তিনি।
পরে ৭-৮ জনের একটি দল তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং পাঁচ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছুরিকাঘাত করার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি।
ভয়ে কৌশলে পালিয়ে এসে বন্ধুদের কাছে টাকা আনতে যাওয়ার কথা বলে তিনি ওই স্থান ত্যাগ করেন। পরদিন সকালে তার বাবা-মায়ের সঙ্গে কলেজে গিয়ে বিষয়টি জানালে শিক্ষকরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে ঘটনার সঙ্গে জড়িতরা এখনও নাজমুলকে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ।
ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, এর আগেও কেওয়াটখালী এলাকায় এক শিক্ষার্থীকে একইভাবে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনা ঘটেছিল। বিষয়টি কলেজে জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সহপাঠী বিজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, “আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অভিভাবকদের ডেকে পাঠিয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ইতোমধ্যে আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।”
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।