পবনারটেক প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশ | ০৩ জুন ২০২৫, ১৪:৫১

অনলাইন ডেস্ক
পবনারটেক প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে বৃক্ষরোপণ । ছবি: যায়যায়দিন

১ জুন ২০২৫ তারিখে, YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচি "বৃক্ষরোপণ" বাস্তবায়ন করে "পবনারটেক প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল" নামক প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি পবনার্টেক দক্ষিণপাড়া, ডিইপিজেডের কাছে, আশুলিয়া, সাভার, ঢাকায় অবস্থিত। 

এই CSR কার্যক্রমটি বাস্তুতন্ত্রের উন্নয়নে সহায়তা করবে এবং কার্বন ডাই অক্সাইডের শূন্য নির্গমন অর্জনে সাহায্য করবে।

এই উদ্দেশ্যে, আমরা স্কুলের মাঠে ৬৫টি বিভিন্ন ধরণের গাছ রোপণ করেছি এবং শিক্ষার্থীদের বাড়িতে রোপণের জন্য ১০০টি গাছ বিতরণ করেছি।

এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে, YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের এডমিন কো-অর্ডিনেটর জনাব তাকুয়া কাতো, YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পবনারটেক প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি