নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে জবি শিবিরের ফল উৎসব
প্রকাশ | ২৬ জুন ২০২৫, ১১:৪৫

নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
উৎসবে ছিল আম, কাঁঠাল, জাম, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের আয়োজন। ছাত্রীদের জন্য ছিল পৃথক পরিবেশনায় ব্যবস্থা। উৎসবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবার জন্য উন্মুক্ত ছিলো।
জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম জানান, নতুনদের বরণ করে নিতে আমাদের এই আয়োজন।
আমরা চেয়েছি নবীনদের মাঝে একটি ইতিবাচক বার্তা পৌঁছাতে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে। তাই বোনদের জন্য আলাদা ব্যবস্থাও রেখেছি।
উপাচার্য তার বক্তব্যে বলেন, শিবিরের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের শিক্ষার্থীমুখী আয়োজন অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।