বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম শাবির শরিফ
প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১৪:৫৬

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী শরিফ খান। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, 'আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রতিনিয়ত ভালো করছে। এতে বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে।
তিনি আরও বলেন, 'সে (শরিফ) আসলেই অনেক মেধাবী। সে তার পরিশ্রম অধ্যবসায়ের ফল পেয়েছে। আমরা শরিফের সামনের দিনের জন্য শুভ কামনা করছি।