বেরোবির হলের ডাইনিংয়ের খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১০:৪৮

গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়া যায়। ছবি: যাযাদি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হলে খাবার খেতে গেলে ভাতের মধ্যে পোকা দেখতে পান হলের এক শিক্ষার্থী। পরে খাবার নিয়ে দেখানো হলে তাকে নতুন করে খাবার দেওয়া হয়। তবে ডাইনিং পরিচালনায় থাকা শিক্ষার্থীরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি।

ভাতে পোকা পাওয়া একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শাওন বলেন, খাবারে পোকা পাওয়ার পর খাবারের রুচিই চলে গেছে। আমি আর জোড়াজুড়ি করিনি। আমাকে পরে নতুন প্লেট দিছে। কোনো রকম খেলাম। এইসব দেখে আর খাওয়ার রুচি থাকে?

এদিকে হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিংয়ের খাবারে প্রায়ই পোকামাকড় পাওয়া যায়। অনেকবার জানালেও দায়িত্বরত ব্যক্তিরা গুরুত্ব দেন না। এ ছাড়া নিম্নমানের চাল দিয়ে ভাত রান্নাসহ বাসি ভাত পরিবেশনের অভিযোগও করেছেন তারা।

আবাসিক শিক্ষার্থী নূর ইসলাম নাইম বলেন, খাবার নিয়ে তো অভিযোগ আছেই। মাংসের পিচ ছোট। মাঝে মধ্যে বললে সেটা বড় করে। আবার ছোট বড় মিক্সড করে দেয়। এছাড়া প্রতিদিনই থাকে তেহারি যেটা বাহিরেও একই দাম। তাহলে আমরা কেনো এখানে খাব। আবার তেহারিতে মাংসই পাওয়া যায় না।

এদিকে খাবারে পোকা পাওয়ার ছবি নিয়ে তানভির হাসান দিপু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, মুখতার ইলাহী হলের বিশেষ রেসিপি
ভাতে-পোকা রেসিপি নাম দেয়া যায়। জানা যায়, আমিষের চাহিদা পূরণের জন্যই এ কাজ অপরিকল্পিতভাবে করা হয়েছে। আর এমন না হবে না আশাকরি।

এই বিষয়ে ডাইনিং পরিচালনায় থাকায় কাউছার আহমেদ বলেন, দুপুরে খাবারে পোকা পাওয়া গেছে এমন কোনো অভিযোগ আমি পাইনি।

এই ব্যাপারে শহীদ মুখতার প্রভোস্ট ড.মো.কামরুজ্জামান বলেন, আমি এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।