এইচএসসি পরীক্ষায় নকল
বারহাট্টায় ১০ জন বহিস্কার, ৬ কক্ষ পরিদর্শককে অব্যাহতি
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৫:৫৪

মুঠোফোনে নকল নিয়ে হলে প্রবেশ করেছিলেন ৯ জন শিক্ষার্থী। আরেকজন হাতে লেখা নকল নিয়ে বসেছিলেন পরীক্ষাকেন্দ্রে।
এসব অপরাধে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে দশজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তাদের দশজনই বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।বহিস্কৃত শিক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।
আজ (বৃহস্পতিবার) ৩ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষায় তাদের বহিষ্কার করা হয়। উপজেলা প্রশাসন জানায়, সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে নয়জন শিক্ষার্থী হলে মুঠোফোন নিয়ে এসেছিলেন।
তা থেকে দেখে নকল করছিলেন। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে এসেছিলেন। এসব অপরাধে তাঁদের বহিষ্কার করা হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় নয়জনের মোবাইল জব্দ করা হয়।
পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়। তিনি আরও জানান এবছর বহিস্কৃত পরীক্ষার্থীরা আর পরীক্ষায় অংশ নিতে পারবে না।