তা’মীরুল মিল্লাত থেকে ঢাবি-বুয়েট-মেডিকেলে ২০০ শিক্ষার্থীর চান্স, সংবর্ধনা
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ০৯:৫১

দেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ২০২৫ সালের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
মাদ্রাসাটির প্রায় ২০০ জন শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. রায়হানুল কবির।
জানা যায়, চলতি বছরে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ৪০ জনের বেশি শিক্ষার্থী।
এ ছাড়া মেডিকেল কলেজে ৩ জন, এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটসহ) ৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়েও প্রায় ১৫০ জন শিক্ষার্থী তাদের মেধার স্বাক্ষর রেখে সফলভাবে ভর্তির সুযোগ অর্জন করেছেন।
এ অর্জন মাদ্রাসাটির শিক্ষা ব্যবস্থার মান, নৈতিক শিক্ষার অনুশীলন এবং আধুনিক জ্ঞানচর্চার এক সফল সমন্বয়ের প্রতিফলন। শিক্ষাক্ষেত্রে এক নতুন মাইলফলক তৈরি করেছে তা'মীরুল মিল্লাত।