মাভাবিপ্রবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার 

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৫:০৯

মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক: ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিস্টার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে

শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল্লাহ্-আল-রিপন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম শৃঙ্খলা বোর্ডের সভায় এই দুই শিক্ষার্থীকে আগামী ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। 
তারা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের(৪র্থ বর্ষ ২য় সেমিস্টার) শিক্ষার্থী আব্দুল আলীম ও গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (২য় বর্ষ ১ম সেমিস্টার) শিক্ষার্থী সজিব হোসেন।

উল্লেখ্য, উভয় শিক্ষার্থী বহিষ্কার আদেশের সময় (১ সেমিস্টার) শেষ হলে পরবর্তী ব্যাচের সঙ্গে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।