প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছেন; রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০

নওশের সুমন, ইউএই প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে যেমন সমৃদ্ধিশালী করছেন অন্যদিকে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকেও তুলে ধরছেন বিশ্ব দরবারে।

রবিবার (২৯ জানুয়ারি ) আবুধাবিতে বাংলাদেশ মহিলা সমিতি ইউএই কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল বাহিয়া পার্কে সংগঠনের সভানেত্রী, রাষ্ট্রদূত পত্নী মিসেস সালমা জাফরের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদিকা পপি রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আবুজাফর।

এসময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাদেরকে জাতীয় কর্মকাণ্ড থেকে দুরে সরিয়ে রাখলে দেশের জাতীয় উন্নয়ন তরান্বিত হবে না। তাই মহিলাদের সম্পৃক্ত করে তাদের টেলেন্টকে কাজে লাগাতে হবে। সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশি কমিউনিটি গঠনে এ ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অক্লান্ত পরিশ্রম করে এ মিলন মেলার আয়োজন করায় তিনি মহিলা সমিতিকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাশে থাকার আশা ব্যক্ত করেন। এছাড়াও কর্মজীবী মহিলা ও উদ্যোক্তা হিসাবে যেসব নারীরা আমিরাতে কাজ করেন বা করতে চান প্রয়োজনে তাদেরকেও সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। 

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ মহিলা সমিতি ইউএই'র সভানেত্রী, রাষ্ট্রদূত পত্নী মিসেস সালমা জাফর বলেন, আমিরাতের প্রাচীনতম সংগঠন এটি, তাই আশা করছি প্রবাসে অবস্থানরত মহিলারা এই সমিতির ছায়াতলে এসে নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বনভোজন উপলক্ষে আয়োজিত এ মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন প্রধান মিজানুর রহমান, সিআইপি মুহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, যুগ্ম সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন,  ডিপ্লোমা ইন্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি আশীষ কুমার বড়ুয়া, সংগঠনের সহ সভাপতি জাকিয়া হাসান, সহ সাধারণ সম্পাদক মাহফুজা নাসরিন খান ঝিনুক, যুগ্ম সম্পাদক ফারজানা করিম এ্যানি, অর্থ সম্পাদক নিরু চুন্নু, সাংস্কৃতিক সম্পাদক দিলোয়ারা সুমি, সাংগঠনিক সম্পাদক নাজনীন এজাজ, সামাজিক সম্পাদক কানিজ ফাতেমা, উপদেষ্টা মমতাজ ফারুক লিপি সহ আরও অনেকেই।

এছাড়াও কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার প্রদান করেন রাষ্ট্রদূত সহ অন্যান্যরা।

যাযাদি/ এস