কুয়েতে অসুস্থ কমিউনিটি নেতা, নিয়মিত খোঁজখবর রাখছেন সহযোদ্ধারা

প্রকাশ | ০২ মে ২০২৩, ২২:৪০ | আপডেট: ০২ মে ২০২৩, ২২:৪২

কুয়েত প্রতিনিধি

কুয়েতে কে.অ.সি আহমদি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সংগঠক আশরাক আলী ফেরদৌস।
প্রবাসী এ সংগঠকের অসুস্থতার খবর শুনে কুয়েতের সকল শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশীরা ওই হাসপাতালে তাকে দেখতে যাচ্ছেন।

অসুস্থ নেতাকে দেখতে যাওয়া প্রবাসী সমাজসেবক মুরাদুল হক চৌধুরী জানান,
কিছুদিন আগে আশরাক আলী ফেরদৌস অসুস্থতা অনুভব করলে নিজ কর্মস্থল কেওসি হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে চিকিৎসকরা তাঁকে বিভিন্ন টেস্ট করিয়ে নেয়ার পরামর্শ দেন। ওই সময় আশরাক আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।এর পরপরই তাকে আইসিইউতে নেওয়া হয়।

আশরাক আলীকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।খুব দ্রুত প্রবাসী এ সংগঠক সুস্থতা লাভ করবেন বলে আশা প্রকাশ করেন মুরাদুল হক চৌধুরী।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানাগেছে, আশরাক আলী ফেরদৌসকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। আগের তুলনায় শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে।

দীর্ঘদিন ধরে কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নেতা হিসেবে নানা কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন আশরাক আলী। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েতের সাধারণ সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত'র সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটের সুনামগঞ্জ জেলার অধিবাসী আশরাক আলী ফেরদৌস তিন যুগেরও বেশি সময় আগে জীবন আর জীবিকার তাগিদে কুয়েতে এসেছিলেন। পরে বিভিন্ন কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত মারাফিয়া কুয়েত কোম্পানির কেওসি প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরাক আলী।

যাযাদি/ এস