কুয়েত প্রবাসীদের লাশ পাঠানোর খরচ কমাল বাংলাদেশ বিমান
প্রকাশ | ১২ নভেম্বর ২০২৩, ১০:৪৪
কুয়েত থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে টিকেটের খরচ কমালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নভেম্বর মাসের ৬ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানাজার জনাব আবু বক্কর সিদ্দিক এতথ্য নিশ্চিত করেন।
কুয়েত থেকে একজন প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠাতে আগে টিকেটের মূল্য ছিলো ২৫৫ দিনার যা বর্তমানে কমিয়ে ১৭৫ দিনার করা হয়েছে। একই সাথে কুয়েত থেকে চট্টগ্রামে ও সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠাতে টিকেটের মূল্য ছিলো ২৭৫ দিনার যা বর্তমানে তা কমিয়ে ১৯০ দিনার করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক তথ্য অনুযায়ী গত ২০১৬-১৭ অর্থ বছরে সংস্থাটি বিনা ভাড়ায় মধ্যপ্রাচ্যের আরব দেশ গুলো থেকে ৮৬১জন প্রবাসীর লাশ দেশে পাঠিয়ে স্বজনদের বুঝিয়ে দেয়। এই বছর কুয়েত কুয়েত থেকে ৯১ জন প্রবাসীর মরদেহ দেশে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
যাযাদি/ এস