পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন 

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮

শহীদ আহমদ,পর্তুগাল প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পর্তুগালে বাংলাদেশী কমিউনিটির  প্রাচীনতম সংগঠন পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ  অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । 

১ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৯ ঘটিকার সময় লিসবনের স্হানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে পর্তুগাল ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নিশান এর সঞ্চালনায় অনুষ্ঠানে পর্তুগালের সামাজিক রাজনৈতিক ব্যবসাীক ও আঞ্চলিক নেতৃবৃন্দসহ দেশী বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। 

পর্তুগাল বাংলাদেশ কমিউনিটি নেতা ও নবনির্বাচিত সভাপতি রানা তাসলিম উদ্দীন উপস্থিত অতিথিদের মধ্যে  নব নির্বাচিত কমিটির সকল দায়িত্বশীলদের পরিচয় করিয়ে উত্তরী পরিয়ে দেন। 

 আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন  রানা তাসলিম উদ্দিন,সহ-সভাপতি শাহীন সাঈদ,সহ-সভাপতি কবি মোরশেদ কামাল।

সাধারন সম্পাদক  হাবিবুর রহমান,সহ-সাধারণ সম্পাদক মো আসাদুজ্জামান নিশান,সাংগঠনিক সম্পাদক ডাঃ সাবরিনা পারভীন এনি ,সাংস্কৃতিক সম্পাদক সাঈদ শাকির হাসান, তথ্য যোগাযোগ সম্পাদক ফওজিয়া সানি,আইটি ও ইভেন্ট সম্পাদক মরিয়ম সুলতানা মারিয়া,মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা চৌধুরী সোনিয়া, কার্যনির্বাহী সদস্য ফৌজিয়া খাতুন রানা। 


যুব কমিটির সদস্য নাইমা বেথি,মাহদী জয়,রামজী ইসলাম, ফারহানা জামান তন্দ্রা,ফরিদ শেখ,মো.শাহীন ,লাবনী খাতুন ,সাইফুল জনি,মোহাম্মদ কাওছার,সমির দেবনাথ।উপদেষ্টা সিদ্দিকুর রহমান ,শের আলী ভূইয়া,মুকুল হোসেন ,জিয়া উর রহমান,হারুন উর রশীদ,এম কে নাসির,তারেক আহমদ,এনামুল হক,আহমেদ লিটন,তানভীর সিদ্দিকী। 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তরুণ উদোক্তা ও সমাজ কর্মী রনি হুসাইন,মোরারিয়া ব্যবসায়ী কমিঠির সেক্রেটারি মাছুম আহমেদ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ ( প্রিন্স),তরুণ কমিউনিটি নেতা ইকবাল হুসাইন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ প্রমূখ। 

এবং শেষে স্হানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

যাযাদি/ এস