​ঠাকুরগাঁওয়ে সাঁওতালদের মিলন মেলা অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২০, ২০:২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘর বাঁধার স্বপ্ন নিয়ে তাদের পছন্দের জীবন সঙ্গীকে খুঁজতে এখানে বছরে একবার অবিবাহিত সাওঁতাল তরুণ-তরুণীরা আসে। স্বাস্থ্য বিধি মেনে ঠাকুরগাঁওয়ের জেলা শহরের পার্শ্ববর্তী গোলাপগঞ্জ হাই স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই সাওতাঁল  জনগোষ্ঠীর মিলন মেলা।  সেখানে  সামিল হয়েছিলেন  রাজশাহী ও রংপুর বিভাগের এই গোত্রের হাজারো মানুষ । প্রিয় মানুষটি’র দেখা হবে প্রাণের এ আকুলতা নিয়ে  দিনটির অপেক্ষা করেন  প্রতিবছর তারা।

 

দূর্গা পুজোর দশমীর দ্বিতীয় দিন  ঠাকুরগাঁও- দিনাজপুর মহাসড়কের  প্রায় ১০-১২কিলোমিটার পূর্বে গোলাপগঞ্জে আয়োজন করা এই মিলন মেলা।  বিভিন্ন অঞ্চল হতে আসে সব বয়সের হাজারো  সাওতাঁল নারী-পুরুষই কেবল  নয়, এতে উৎসাহী দর্শক হিসেবে  সামিল হয়েছিলেন নানা ধর্মের -গোত্রের মানুষ । মেলা আয়োজক কমিটির সদস্য লুইস টুডু বলেন, করোনা মহামারীর কারণে এবার কোন আয়োজন ছিল না ।

 

এই মেলার বিশেষ আকর্ষণ সাওঁতাল তরুণ-তরুণীরা আসে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে তাদের পছন্দের জীবন সঙ্গীকে খুঁজতে । তাই  এই দিনটির অপেক্ষায় থাকে তারা ।