স্টেজ অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন সংগীতশিল্পী কাজী সোমা। দীর্ঘদিন সংগীতাঙ্গনে কাজ করলেও গত বছরের অক্টোবরের শেষ দিকে নিজের প্রথম মৌলিক গান প্রকাশ করেন।
এবার নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এটি একটি পাহাড়ি গান। ‘তুই পাহাড় হই ঠাঁই দিও’- এমন কথার গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর ও সংগীতায়োজন করেছেন মো. সেলিম। শিগগিরই সিলেটের পাহাড়িয়া এলাকায় গানটির মিউজিক ভিডিওর শুটিং হবে।
কোরিওগ্রাফি করবেন ইউসুফ খান। এ গান প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘এর আগে এ ধরনের গান খুব কম করা হয়েছে। দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শোতে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ম্যাডামের গান গাওয়ারই অনুরোধ বেশি আসত। পাহাড়িয়া গানের অনুরোধ খুব কমই আসত।
যে কারণে আমার ইচ্ছা ছিল একটি পাহাড়ি গান গাওয়ার। সেই ভাবনা থেকেই মূলত এ গানটি গাওয়া।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd