পৃথিবীর ভয়ংকর সব প্রান্ত ও জঙ্গলে দুঃসাহসিক অভিযানের অপর নামই যেন বেয়ার গ্রিলস।
প্রকৃতির বিপরীতে লড়াই করে চলা এই দুর্দান্ত অভিযাত্রিক এবার আসছে চলচ্চিত্রের নায়ক হয়ে। অনলাইন স্ট্রিমিং জায়ান্ট সাইট নেটফ্লিক্সের উদ্যোগে নির্মিত হচ্ছে দু’টি ইন্টারেক্টিভ মুভি। প্রথমটির নাম ‘অ্যানিমেল অন দ্য লুস: আ ইউ ভার্সেস ওয়াইল্ড’।
১৬ ফেব্রুয়ারি যা প্রকাশ হতে যাচ্ছে। এটি অনেকটা ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ -এর আদলে তৈরি হয়েছে। ১৫ জানুয়ারি এসেছে এর ট্রেলার।
এতে ৪৩ বছর বয়সী বেয়ারকে দেখা যায় দক্ষিণ আফ্রিকায় প্রাণীদের অভয়ারণ্যে। সেখানে জনপদের পাশে বাউন্ডারি বেড়া ছিঁড়ে বেরিয়ে যায় সিংহ। তাকে খুঁজতে ও মানুষদের রক্ষা করার নানা ফর্মুলা দিতে দেখা যাবে বেয়ারকে।
ঘটনাক্রমে সেই সিংহের মুখোমুখিও হয়ে যাবেন বেয়ার। সিংহের হাত থেকে বেঁচে থাকার লড়াইও এতে উঠে আসবে।
জানা যায়, ভক্তদের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে সেগমেন্ট দুটির সময়সীমা। এগুলো ৪৫-৯০ মিনিট করা হবে।
উল্লেখ্য, বেয়ার গ্রিলস ১৯৯৮ সালে মাত্র ২৩ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেন। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এটা জয় করার কারণে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। নাম ওঠে গিনেস বুকেও। তবে বন্য ও হিংস্র প্রাণীদের মাঝে ঘুরে বেড়ানো ও বেঁচে থাকার দক্ষতা তাকে কিংবদন্তির সম্মান দিয়েছে। সুনাম আছে কাঁচা খাবার খেয়ে থাকা ও বিকল্প জীবন যাপন করার দক্ষতাতেও। সূত্র: ডেডলাইন
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd