ভেবে ভেবেই রাত পার হয়ে গেছে: সুনেরাহ

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২১, ১৫:২১

যাযাদি ডেস্ক

'বিশ্বাস করুন পুরস্কার গ্রহণ করার আগের রাতে ঘুমাতে পারিনি, সেটা আনন্দে। পরেরদিন সকালে পুরস্কার গ্রহণ করবো। জীবনের প্রথম এতোবড় পুরস্কার, এতো বড় সম্মান! এইসব ভেবে ভেবে রাত পার হয়ে গেছে। সকাল ১০টায় অনুষ্ঠান। তাই সকালেও আর ঘুম হয়নি। রেডি হয়ে সোজা চলে যাই ভেন্যুতে'- বললেন, ২০১৯ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সুনেরাহ বিনতে কামাল। পদক পেয়ে সোমবার কথাগুলো বলেন তিনি।

 

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে দেওয়া হয় 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯'। পূর্বঘোষিত ২৬টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে এবার প্রধানন্ত্রীর পক্ষে পদক তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুনেরাহ জানান, পদক গ্রহণ করার পরও ঘোরের মধ্যেই কেটেছে সময়। তবে আরও ভালো লাগতো যদি প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করতে পারতেন। কিন্তু করোনার জন্য সেটা সম্ভব হয়নি।

 

পুরস্কার হিসেবে ১৫ গ্রাম স্বর্ণের একটি পদক ও পদকের রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র পেয়েছেন সুনেরাহ। এ প্রাপ্তির পর মুখ থেকে হাসি যেনো সরছিলো না তার। হলরুমের বাইরে অনেকেই আসছিলেন তার সঙ্গে ছবি তুলতে। পদকটা শক্ত করে ধরে সবার সঙ্গেই সেদিন ছবি তোলেন অভিনেত্রী সুনেরাহ।  

 

যাযাদি/এসএইচ