​টিকা তালিকায় শিল্পীদের নাম না থাকায় মমর ক্ষোভ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২১, ১৩:০১

যাযাদি ডেস্ক

দেশে পৌঁছেছে করোনার টিকা কভিশিল্ডের প্রথম চালান। বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে বলে জানা গেছে। সেই তালিকায় শিল্পী-সাহিত্যিকেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন টিভি দুনিয়ার জনপ্রিয় তারকা জাকিয়া বারী মম।

 

বুধবার দিবাগত রাতে এক ফেইসবুক পোস্টে লেখেন, “৩৫ লক্ষ করোনা ভ্যাকসিন আসছে কাল বাংলাদেশে কিন্তু সরকারি সেই তালিকায় শিল্পী-সাহিত্যিকের অগ্রাধিকার নেই।” এর হিসেবে ‘কারণ’ গ্রিক দার্শনিক প্লেটোকে টেনে আনেন ‘দারুচিনি দ্বীপ’ নায়িকা।

 

মম লেখেন, “প্লেটো ঠিক যে কারণে শিল্পী-কবিদের গণতন্ত্রের শাসন ব্যবস্থার বাইরে রাখবার কথা বলেছেন তা সঠিকভাবে আমরা না বুঝে তাদের রাষ্ট্রের বাইরেই বের করে দিয়েছি ... এখনো দিচ্ছি।”

 

সঙ্গে যোগ করেন, “অথচ, স্বাধীনতা সময়কালীন বা পরবর্তী বাস্তবতায় শিল্পী থেকেছেন অগ্রনায়ক।” লেখায় হ্যাশট্যাগ হিসেবে যোগ করেন ‘নো ওফেন্স’। বর্তমানে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও ব্যস্ত জাতীয় পুরস্কার-জয়ী মম। সম্প্রতি শেষ করলেন তৌকীর আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’ নামের ছবির শুটিং।

 

যাযাদি/এসএইচ