ভারতের কৃষক আন্দোলন নিয়ে চুপ রয়েছেন বলিউড তারকারা। তাই কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারই বহি:প্রকাশ ঘটলো শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের শুটিংয়ে কৃষকদের বাধাতে।
শনিবার (২৩ জানুয়ারি) ভারতের পাটিয়ালাতে জাহ্নবী তার আসন্ন ‘গুড লাক জেরি’ সিনেমার শুটিং করছিলেন। হুট করে একদল কৃষক এসে সিনেমাটির শুটিং সেট ঘেরাও দিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই নির্মাতা শুটিং বন্ধ করে দেয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সেসময় ‘কোনো তারকা কৃষকদের সহায়তার হাত বাড়িয়ে দিলেন না’- বলে স্লোগান দিতে থাকেন কৃষকরা। কৃষকদের পাশে না দাঁড়ানোর জন্য বলিউড অভিনেতাদের বিরোধিতা করা হচ্ছে বলেও জানানো হয়।
এমন বিক্ষোভের মুখে শুটিং বন্ধ হওয়ার পর ‘গুড লাক জেরি’ সিনেমার টিম যখন হোটেলে অবস্থান করে, কৃষক দল সেখানে পৌঁছে গিয়েও তাদের প্রতিবাদ জানায়।
পুলিশ অবশ্য জানিয়েছে, কৃষকদের এই বিক্ষোভটি একেবারে শান্তিপূর্ণ ছিল।
এর আগে, জানুয়ারির শুরুতে বাসসি পাঠনাতেও কৃষকরা জাহ্নবীকে তাদের পক্ষ নিয়ে কথা বলতে দাবি জানায়। তখন এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে কৃষকদের পক্ষ নিয়ে লেখেন। কিন্তু প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd