হলিউডের জনপ্রিয় পরিচালক রব কোহেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টো। সম্প্রতি ইতালিভিত্তিক একটি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ওই সাক্ষাৎকারে এশিয়া অভিযোগ করে বলেন, ত্রিপল এক সিনামার শুটিংয়ের সময় কোহেন তাকে হেনস্তা করেন এবং যৌন উত্তেজক পানীয় জিএইচবি পানে বাধ্য করেন। তিনি জানান, সে সময় আমি জানতাম না আমার সঙ্গে কি হচ্ছে। পরদিন সকালে আমি তার বিছানায় নিজেকে বিবস্ত্র অবস্থায় পেয়েছিলাম।
তবে কোহেনের পক্ষ থেকে তার মুখপাত্র জানান, এশিয়ার যৌন হয়রানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তার মতে, কোহেন ও এশিয়ার মধ্যে কাজের খাতিরে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, এমনকি কোহেন তাকে বন্ধু মনে করেন। তাই ২০০২ সালের এই অভিযোগ বিভ্রান্তিকর।
এর আগেও কোহেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের দুইটি অভিযোগ উঠেছিল। এর মধ্যে একটি ২০১৯ সালে তার নিজ কন্যার। কোহেনের কন্যা ভালকিরি ওয়েদার অভিযোগ করেছিলেন, তারা যখন শিশু ছিলেন তখন তাদের উপর যৌন নির্যাতনের করেছিলেন এই পরিচালক।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd