শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেকে ইতিবাচক রাখা: অদিতি

যাযাদি ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২১, ১১:৫২

বলিউড, টলিউড (তেলেগু), কলিউড (তামিল), মলিউড (মালয়ালম) আর ওটিটি—সব জায়গাতেই কাজ করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তুমুল ব্যস্ততায় কাটবে তাঁর এ বছর। করোনাকালে লকডাউনের সব জড়তা কাটিয়ে মুম্বাইয়ে শুটিং সেটে ফিরে দারুণ খুশি তিনি। কারণ ৩৪ বছর বয়সী এই ‘পদ্মাবত’ ছবি খ্যাত তারকা মনে করেন, ব্যস্ততাই সব সুখের মূল।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অদিতি জানান, ২০২০ সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজেকে ইতিবাচক রাখা। এই অভিনেত্রী বলেন, ‘আমরা মানসিকভাবে পরস্পরের পাশে থেকে করোনাকালটি কাটালাম। আমরা ঘুমিয়েছি, ঘরে থেকে সংগ্রাম করেছি, কৃতজ্ঞ আর ইতিবাচক থেকেছি। এর ভেতরও আমার বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে ওটিটিতে। আর সেগুলো দর্শকের ভালোবাসা কুড়িয়েছে। এটিও দুর্দিনে আমাকে ভালো রেখেছে, জীবন নামের গাছটাকে প্রেরণার অভাবে নুইয়ে পড়তে দেয়নি, গোড়ায় পানি ঢেলেছে।’

২০২০ সালে অদিতিকে দেখা গেছে তামিল ‘সাইকো’, মালয়ালম ‘সুফিয়াম সুজাতায়াম’ আর তেলুগু ‘ভি’ ছবিতে। ২০২১ সালের ছবিগুলো নিয়ে বললেন, ‘চুপি চুপি বলে রাখি, আমি ২০২০ সালের আগস্ট মাস থেকে কাজ শুরু করেছি। আর ২০২১ সাল আরও ব্যস্ততায় যাবে। ব্যস্ত থাকলে, শুটিং সেটে থাকলে, কাজে থাকলে, আমার মনে হয় বেঁচে আছি। আমার মনে হয়, ব্যস্ততাই সব সুখের উৎস। তখন এক ঘণ্টার ছুটি পেলে সেটাকে মনে হয় হীরার চেয়ে দামি।’

আগামী ২৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে অদিতি আর পরিণীতি চোপড়া অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। চলছে তামিল ছবি ‘হেই সিনামিকা’ ছবির শুটিং। একই সঙ্গে চলছে তেলেগু ‘মহাসমুদ্রম’ ছবির শুটিং। আরও একটি হিন্দি ও তামিল ছবির শুটিং চলছে। এরই মধ্যে বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ওয়েব সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিরিজটি পরিচালনা করবেন ‘স্যাক্রেড গেমস’খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে