১২ বছরের ক্যারিয়ারে ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করা আমান রেজা ও বিটিভির ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখা প্রিয়াঙ্কা জামান প্রথমবারের মতো জুটি বাঁধলেন। তবে একটিতে নয়, দুটি কাজে একসাথে পথ চলতে শুরু করেছেন তারা।
ঢাকাই সিনেমার এই দুই নায়ক-নায়িকা রবীন্দ্রনাথের গান নিয়ে তৈরি দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। অপরদিকে অপূর্ব রানার ‘যন্ত্রণা’ সিনেমায় তাদের দেখা যাবে।
দুটি রবীন্দ্রসংগীতের ভিডিওর জন্য প্রায় ১০ দিন আগে মেডেলিং করেন আমান-প্রিয়াংকা। গান দুটি গেয়েছেন আব্দুল আলীম। গান দুটি হলো-‘মনে রবে কি না রবে আমারে’ এবং ‘ভেঙে মোর ঘরের চাবি’। আর দীন ইসলাম শাহরুখ দুটি গানেরই সংগীতায়োজন করেছেন।
দুই গানের শুটিং হয়েছে রাজধানীর গুলশান, হাতিরঝিল, লালবাগ এলাকায়। কিছুদিনের মধ্যে দেশের শীর্ষ কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভিডিও দুটি প্রকাশ পাবে। ভিডিও দুটির নির্মাতা মিনহাজ কিবরিয়া।
অপরদিকে আজ সোমবার পূবাইলে ‘যন্ত্রণা’র শুটিং শুরু করেছেন তারা। তাদের পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। এই প্রথম সিনেমা নিয়ে তারা আশাবাদী। এ সিনেমায় নায়ক বাপ্পী চৌধুরীও অভিনয় করছেন।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd