ভ্যাকসিন নিলেন কমল হাসান

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ১৯:০২

যাযাদি ডেস্ক

করোনা ভাইরাস প্রতিরোধ করতে ভ্যাকসিন নিয়েছেন দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। 

 

ভারতজুড়ে করোনা ভ্যাকসিনে দেওয়া শুরু হওয়ার দ্বিতীয় দিন মঙ্গলবার (০২ মার্চ) ভ্যাকসিন নেন কমল হাসান। নিজে ভ্যাকসিন নিয়ে অন্যদের নিতেও উৎসাহ দিয়েছে এই তারকা।

 

কমল হাসান টুইটারে লেখেন, শ্রী রামাচন্দ্র হাসপাতালে আমি ভ্যাকসিন নিয়েছি। যারা শুধু নিজের নয়, অন্যদের নিয়েও চিন্তা করেন- তাদের অবিলম্বে ভ্যাকসিন নেওয়া উচিত। আজ দেহের জন্য ভ্যাকসিন নিলাম, আগামী মাসে দুর্নীতির বিরুদ্ধে ভ্যাকসিন নেব।

 

এদিকে তামিলনাড়ুতে নির্বাচনের প্রচার শিগগিরই শুরু করবেন কমল হাসান। মার্চ মাস থেকেই প্রচার শুরু করবেন তিনি। আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে এক দফাতেই ভোটগ্রহণ করা হবে। রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে, এবার স্বচ্ছ নির্বাচনের প্রয়োজন। সেই কারণেই এবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে কমল হাসান নিজে প্রচার করতে চান বলে জানান। 

 

সোমবার প্রথম দিন করোনার ভ্যাকসিন নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির একটি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেন তিনি। এরপর থেকে দেশটির বিশিষ্টজনেরা ভ্যাকসিন নেওয়া শুরু করেন।

 

যাযাদি/ এমডি