গত ২১ মার্চ থেকে আইসিইউতে রয়েছেন অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে।
৮ মার্চ (বৃহস্পতিবার) বিকেল থেকে গুজব রটেছে মারা গেছেন ফারুক। সামজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে। কিন্তু মৃত্যুর সংবাদটি মিথ্যা বলে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে রোশান হোসেন পাঠান।
রোশান হোসেন পাঠান বলেন, ‘বাবার মৃত্যুর গুজবটি খুবই দুঃখজনক। তিনি এখন অনেকটা সুস্থ রয়েছেন। প্রায় ১৫ দিন পর বাবার কণ্ঠ শুনতে পেরে বেশ ভালো লাগছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান আকবর হোসেন পাঠান ফারুক। সেখানে পরীক্ষা করার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে।
শারীরিক অবস্থা আরও খারাপ হলে ফারুককে আইসিইউতে নেওয়া হয়। এর পর ২৩ মার্চ পর্যন্ত অবচেতন অবস্থায় ছিলেন তিনি।
গত কয়েক বছর যাবত অসুস্থ তিনি। বেশ কয়েকবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে কিডনি বিশেষজ্ঞ ডাঃ লাইয়ের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন।
যাযাদি/এসআই
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd