পরিচালক থেকে অভিনেতা পলাশ

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১৯:৩৬

যাযাদি ডেস্ক

সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কাজল আরেফিন অমির পরিচালনায় সম্প্রতি শেষ হওয়ার ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন থ্রি) নাটকে তার অভিনীত কাবিলা চরিত্রটি এখন মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নাটকে তার জেলে যাওয়ার বিষয়টি আজো মানতে পারছেন না ভক্তরা! এভাবে কাবিলার আড়ালে যেন হারাতে বসেছে পলাশের আসল নামটিই। যেখানে যাচ্ছেন সেখানেই বাঁধছে হৈচৈ। এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর পারভেজসহ একাধিক চরিত্র দিয়েও দর্শকদের মাতিয়েছেন তিনি।

 

মজার বিষয় হলো এমন জনপ্রিয়তা পাওয়া জিয়াউল হক পলাশ ক্যারিয়ার শুরু করেছিলেন পরিচালক হিসেবে। পরিচালনা দিয়েই দর্শকের মনে জায়গা করে নিতে চেয়েছিলেন তিনি। পরিচালক থেকে অভিনেতা হওয়ার সেই গল্প শুনিয়েছেন পলাশ।

 

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা বলেন, ‘মিডিয়াতে আমার আসা পরিচালক হওয়ার জন্য। ছোটবেলায় নাখালপাড়ায় বড় হয়েছি। ২০০৯ সালে এসএসসিরও আগে থেকে মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে দেখতাম। তিনি তখন নাখালপাড়ায় ‘৪২০’ নাটকের নিয়মিত শুটিং করতেন। সে নাটকের শুটিং এবং সরয়ার ভাইকে ওভাবে দেখতে দেখতেই পরিচালক হওয়ার স্বপ্ন দেখি।’

 

পলাশ বলেন, ‘তখন ইচ্ছা ছিল ইন্টারমিডিয়েটের পর বসের (মোস্তফা সরয়ার ফারুকী) সঙ্গে কাজ করব। পরীক্ষার পর উনার সঙ্গে যুক্ত হই। দীর্ঘদিন আমি উনার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। এরপর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি ইশতিয়াক আহমেদ রুমেল ভাইয়ের সঙ্গে। সে সময় ‘কারসাজি’ নামে একটি সিরিয়ালে রোমেল ভাই এক-দুটি দৃশ্য আমাকে দিয়ে অভিনয় করিয়েছিলেন। সেটা এতটা ফোকাস ছিল না।’

 

তিনি জানান, এরপর নিজেই যখন পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই পরিচয় হয় কাজল আরেফিন অমির সঙ্গে। অমি তার ‘ট্যাটু’ নাটকে তাকে অভিনেতা বানিয়ে দেন। সেখান থেকেই মূলত মানুষ অভিনেতা পলাশকে চিনতে শুরু করে। ‘ট্যাটু’র সূত্র ধরেই মূলত অভিনেতা পলাশের আজকের অবস্থান। এর বাইরেও পলাশ অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী (নগদের একটি বিজ্ঞাপন), শিহাব শাহীন, আদনান আল রাজীব (ইউটিউমার) প্রমুখের মতো গুণী নির্মাতার সঙ্গে।

 

যাযাদি/এসআই