​ভারতের পাশে হলিউড তারকারা

প্রকাশ | ০৪ মে ২০২১, ১৯:৫৪

যাযাদি ডেস্ক

 

চলমান মহামারির কারণে সংক্রমণ এবং মৃত্যু বেড়েই চলেছে। এরমধ্যে ভারতে দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের সংকট। এ পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন হলিউডের অনেক তারকা।

 

হলিউড তারকাদের করোনা ত্রাণ তহবিলে এখন পর্যন্ত প্রায় ৩৭ লাখ ডলার সংগ্রহ করা হয়েছে। ভারতীয় লেখক জয় শেঠি সামাজিক মাধ্যমে বিষয়টি জানান। যেখানে বলিউড অভিনেতা হৃতিক ১৫ হাজার ডলার দান করেছেন।

 

হৃতিক ছাড়া হলিউড তারকা উইল স্মিথ, জাডা স্মিথ, ব্রেডন বুর্চার্ড এবং কৌতুক অভিনেতা এলেন ডেগেনেরেসসহ অনেকেই দান করেছেন।

 

ইনস্টাগ্রামে জয় শেঠি জানান, উইল স্মিথ ও জাডা স্মিথ পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার, কানাডার সঙ্গীতশিল্পী শন মেন্ডেস ৫০ হাজার, দ্য এলেন শো ৫৯ হাজার ডলার দান করেন।

 

এছাড়াও ব্রেন্ডন বুর্চার্ড ৫০ হাজার, যুক্তরাষ্ট্রের শিল্পোদ্যোক্তা জ্যামি কার্ন লিমা এক লাখ ডলার ও রোহান ওজা ৫০ হাজার ডলার এবং যুক্তরাষ্ট্রের ক্যামিলা ক্যাবেলো ৬ হাজার ডলার দান করেছেন।

 

অনুদানের তালিকায় আরও রয়েছেন কেটি পেরি, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ।

 

জয় শেঠি তারকাদের উদ্দেশ্যে লেখেন, ‘মাত্র দুদিনের মধ্যে ভারতের করোনায় আক্রান্ত মানুষের জন্য আমরা অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছি আপনাদের কারণে। এই ত্রাণ তহবিলের কার্যক্রমে অংশগ্রহণ ও ভূমিকা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে আমি আপনাদের জন্য সফলতার প্রার্থনা করি।’

 

যাযাদি/এসআই