টিকা নিয়েও করোনায় আক্রান্ত ফারুকী

প্রকাশ | ৩১ জুলাই ২০২১, ১৫:৪৬

যাযাদি ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার সকালে ফারুকী জানান, পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তার।

 

পরিচালক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সব ধরনের সতর্কতা মেনে চলার পরও করোনায় আক্রান্ত হলাম। সবাই সাবধানে থাকবেন এবং আত্মবিশ্বাস রাখুন।’

 

মোস্তফা সরয়ার ফারুকী গত ২৬ এপ্রিল টিকা নিয়েছেন। সেটি ছিল তার প্রথম ডোজ। টিকা নেয়ার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন ফারুকী। আর তার ক্যাপশনে লিখেছিলেন, ধন্যবাদ, বাংলাদেশ সরকার, টিকা নেয়ার বয়স তিরিশে নামাইয়া আনার জন্য!’

 

একই দিনে ফেসবুকে আরেকটি পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবে একটা কথা বলতে চাই, টিকা নেয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ।’

 

ফারুকী সম্প্রতি পরিচালনা করেছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। এটি দেখা যাচ্ছে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফইভে।

 

ওয়েব সিরিজটি দেখার আহ্বান জানিয়ে ফারুকী সেই পোস্টে আরও লিখেছিলেন, ‘সো, স্বাস্থ্যবিধি মেনে চলেন! ঘরে থাকেন! আর অবসরে লেডিস অ্যান্ড জেন্টলম্যান দেখতে পারেন! পুরা আট পর্ব এক টানে দেখলে সবচেয়ে ভালো! তাহলে একটা অন্য রকম অনুভূতি হইলেও হইতে পারে! এই সিরিজের অনেকগুলা মুহূর্ত আমার খুব প্রিয়! আমরা ফিল্মমেকাররা সারা জীবন কাজ করি এ রকম কিছু কিছু মুহূর্ত তৈরি করব বলে, ঐ মুহূর্তগুলাতে পৌঁছব বলে, যেগুলা একধরনের ব্যাখ্যাতীত অবস্থায় পৌঁছে দেয় মনকে! এখানে সে রকম অনেকগুলা মুহূর্ত তৈরি করা গেছে মনে হয়!

 

লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের পাশাপাশি বাংলাদেশে বানানো অন্য ভালো কনটেন্টগেুলো দেখার আহ্বান জানান তিনি।

 

যাযাদি/এসআই