​বাংলাদেশে সম্প্রচার শুরু জি বাংলার

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২১, ১৪:৫২

যাযাদি ডেস্ক

 

বন্ধ হওয়ার দুই সপ্তাহ পর বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্র্রচারে ফিরেছে জনপ্রিয় ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলা। শুক্রবার কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৩) ধারায় বলা হয়েছে, বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্র্রচার বা সঞ্চালন করা যাবে না। বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল অবৈধভাবে সম্প্র্রচারের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেওয়া শুরু করলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর ৬০টির মতো বিদেশি চ্যানেলের সম্প্র্রচার বন্ধ করে দেয়। বিজ্ঞাপন থাকে না এমন বিদেশি চ্যানেলও তারা সম্প্রচার বন্ধ রাখে। পরে সরকারের হস্তক্ষেপে ক্লিন ফিড দেওয়া চ্যানেলগুলো চালু করতে দেওয়া হয়।

 

জি বাংলা ছাড়াও বর্তমানে সম্প্রচারে থাকা বিদেশি চ্যানেলগুলোর মধ্যে আছে- বিবিসি, সিএনএন, আলজাজিরা এইচডি, ডিডব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কোরআন, আল সুন্না, ট্রাভেল এক্সপি ও দূরদর্শন।

 

যাযাদি/ এমডি