বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব কিছু থেকে দূরে পরীমনি

মাসুদুর রহমান
  ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০
আপডেট  : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৪৯

চলচ্চিত্রের শুটিং, টিভি অনুষ্ঠান, নির্বাচনসহ ক্যারিয়ারের সব কিছু থেকে আপাতত দূরে থাকছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। মা হতে যাওয়ার কারণেই ধীরে ধীরে সব কিছু থেকে বিরতিতে যাচ্ছেন এই গস্ন্যামার নায়িকা। সিদ্ধান্ত নিয়েছেন দেড় বছরের জন্য শোবিজ অঙ্গনের কোনো কাজ করবেন না তিনি। এ জন্য মনোনয়নপত্র কিনেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরীমনি। আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে এই অভিনেত্রীও কার্যনির্বাহী পদে লড়তে চেয়েছিলেন। পরীমনি গত বুধবার মনোনয়নপত্র জমা দেন এবং চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নামও আসে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণদের প্যানেল থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই শনিবার পরীমনি জানিয়ে দিলেন, তিনি নির্বাচন করছেন না। এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, 'আমি মা হতে চলেছি। ডাক্তার আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। নির্বাচন করতে গেলে মিনিমাম সময় দেওয়া লাগে। কিন্তু সেই সময়টা আমি এই মুহূর্তে দিতে পারছি না। তাই সরে দাঁড়িয়েছি।' 'আমি মা হচ্ছি। আমার শারীরিক অবস্থা ভালো না। শুক্রবার রাত পর্যন্ত আমি শুটিং করেছি। ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অনাগত সন্তানের কথা ভেবে তাই আমি কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। নির্বাচনে আমি একদমই সময় দিতে পারছি না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।' পরীমনি আরও বলেন, 'নির্বাচনের আগেই আমার চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। আমাদের প্যানেলের প্রার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের আমার শারীরিক অবস্থার কথা জানিয়েছি। এরপর নিজের ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।' এ ছাড়া নায়িকার স্বামী অভিনেতা শরিফুল রাজও জানিয়েছেন, শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরীমনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন। তিনি বলেন, 'শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিল। এর মধ্যে আমরা কারও প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও আমাদের হাতে আসেনি।' গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর দিয়ে সবাইকে চমকে দিয়ে পরী জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন। এই সংসার থেকেই তিনি এখন অন্তঃসত্ত্বা। বিয়ে, সন্তান গ্রহণের খবর দেওয়ার পাশাপাশি পরী-রাজের তরফ থেকে এ-ও জানানো হয়, আগামী দেড় বছর কোনো কাজ করবেন না নায়িকা। অনাগত সন্তানকে শতভাগ যত্নে পৃথিবীতে আনতে চান। কাজে বিরতির বিষয়টি প্রকাশ্যে আসার পর অনিশ্চয়তায় পড়ে যান পরীমনির নির্মাণাধীন সিনেমাগুলোর নির্মাতারা। বিশেষ করে 'প্রীতিলতা' ও 'মা' সিনেমার কথা উঠে আসছিল। এর মধ্যে প্রথম সিনেমাটির শুটিং অনেকখানি সম্পন্ন করেছেন পরী। আর 'মা' সিনেমার কাজ এখনো শুরুই করেননি। তবে বিরতির আগে পরী দুটি সিনেমার কাজই শেষ করতে চান। 'মা' সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ারের সঙ্গে বৈঠক হয়েছেন পরীমনির। তিনি জানান, চলতি মাসেই এর শুটিং শুরু হচ্ছে। আর 'প্রীতিলতা' সিনেমার সংশ্লিষ্টরাও জানিয়েছেন, তাদের সিনেমার কাজও শেষ করে দেবেন পরীমনি। এরপরই বিরতিতে যাবেন তিনি। আপাতত নতুন কোনো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন না পরীমনি। প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া শোবিজ আয়োজিত বড় ধরনের কোনো আয়োজনেও পরী থাকছেন না বলে জানা গেছে। পরীমনি ও রাজ বিয়ে করেছেন গত বছরের ১৭ অক্টোবর। এর মাত্র ৭ দিন আগে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় 'গুনিন' সিনেমার সেটে পরিচয় হয় দুজনের। প্রথম সাক্ষাতেই প্রেম। এরপর বিয়ে এবং সন্তান গ্রহণ করে জীবনের নব অধ্যায়ের সূচনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে