চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি মাত্র ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। শনিবার রাত ১১টায় পরীর বনানীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই তারকা দম্পতি।
বিয়েতে উকিল বাবার দায়িত্ব পালন করেছেন নির্মাতা রেদওয়ান রনি। শনিবার রাতের এই আয়োজনকে বিয়ে বলতে গেলে ভুল হবে, এটা বিয়ের অনুষ্ঠান। এর আগে গেল বছরের ১৭ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই দম্পতি।
বিয়ের খবরের সঙ্গে পরীমনির মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে এনেছিলেন তারা। শরিফুল রাজ বলেন, আগে যখন আমরা বিয়ে করি, তখন দুই পরিবারের অল্প কয়েক জন উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আয়োজন হচ্ছে। গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুনিন’-এর সেটে দুজনের প্রেম-পরিচয় ও প্রেম।
এর আগে গণমাধ্যমে পরীমনির একাধিক বিয়ের খবর এসেছে। আর এটি রাজের প্রথম বিয়ে।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd