ধীরে ধীরে বাজার গড়ে উঠছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলেও এর গুরুত্ব বাড়ছে। একসময় এর প্রতি নির্মাতাদের আগ্রহ একেবারেই কম ছিল। আলোচিত অভিনয় শিল্পীরাও এই মাধ্যমে কাজ করাকে ছোট করে দেখতেন। তবে এখন ইউটিউব ও ওটিটি পস্ন্যাটফর্মের সুবাদে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রবণতা শুরু হয়েছে। নাটক-টেলিফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের রাজত্বে নানা কারণেই এগিয়ে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নামকরা নির্মাতা ও অভিনয়শিল্পীরাও এর প্রতি ঝুঁকছেন। দর্শক মহলেও ধীরে ধীরে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। তাই ঈদ আয়োজনেও এখন জায়গা করে নিয়েছে স্বল্পদৈর্র্ঘ্য চলচ্চিত্র। ঈদে প্রচারিত নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি আলোচনায় এসেছে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম। টিভি চ্যানেল ও ওটিটি পস্ন্যাটফর্মে প্রচারিত হচ্ছে এসব চলচ্চিত্র। সময়ের আলোচিত নির্মাতাদের নির্দেশনায় এসব চলচ্চিত্রে অভিনয় করেছেন শোবিজের গুণী শিল্পীরা। ২১টি শর্টফিল্ম নিয়ে বায়োস্কোপের আয়োজনের নাম 'বাইশে একুশ'। অর্থাৎ বাইশের ঈদে একুশটি গল্প। প্রতিদিন প্রচারিত হচ্ছে তিনটি শর্টফিল্ম। এর মধ্যে প্রথম দিন ছিল তাসনুভা তিশার অভিনয় ও তৌহিদ তালুকদারের পরিচালনায় 'বেবি', আবুল হায়াতের অভিনয়ে 'ফাউন্টেন পেন' ও এমএ তৌফিকের পরিচালনায় 'নুডলস'। এর মধ্যে দর্শকরা ফাউন্টেন পেন ও বেবি পছন্দ করেছে। সোশ্যাল মিডিয়ায় এ দুটো নিয়েই আলোচনা হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন এসেছে 'আক্ষেপ'। ইরফান সাজ্জাদ, অনিন্দিতা মিমি অভিনীত এই চলচ্চিত্রটি পরিচালনা করেন এস কে অমিত। রেজওয়াদুদ মাহিন পরিচালিত 'অথবা গল্পটা প্রেমের'- এ অভিনয় করেন সামন্তী, আকিল, রেজোয়ান। একই দিন প্রচারিত হয়েছে 'বস'। তৃতীয় দিন প্রচারে দেখানো হয়েছে তরুণ নির্মাতা এমএ তৌফিক পরিচালিত 'গায়ে হলুদ'। এর প্রধান চরিত্রে দেখা গেছে অর্চিতা স্পর্শিয়া ও নিপুণ আহমেদকে। একই দিন প্রচারিত হয়েছে 'হেল' ও 'ভ্রম'। বাইশে একুশ আয়োজনে আগামী তিন দিনের প্রতিদিন তিনটি করে শর্টফিল্ম প্রচারিত হবে। ঈদে সামাজিক মাধ্যম ইউটিউবে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'শুভ্র ময়ূখ'। শিশুদের মস্তিষ্কে বর্জনের থেকে অর্জনের প্রক্রিয়াটাই বেশি হয়। শিশুরা দেখে শেখে, ভেবে শেখে, তাদের মতো করে বুঝে শেখে এবং মূলত এই শিক্ষায় আমৃতু্য প্রভাবিত হয় তার ব্যক্তিত্ব। কিছু শিশুর ভাবনার ধরন ও তার সম্ভাব্য কাল্পনিক প্রভাবমূলক ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। সমাজকর্মী ও উপস্থাপক ফারজানা ব্রাউনিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান বিকে চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করে। গল্প রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ও লেখক মুহাম্মদ আবু রাজীন। ঘটনা প্রবাহের মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়শী ব্রাউনিয়া, ফারজান সিকান্দার, কাওসার আহমেদ। বিশেষ উপস্থিতি হিসেবে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ফারজানা ব্রাউনিয়া ও তানবীর লিমন। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের ছাড়পত্র পাওয়া চলচ্চিত্রটি ঈদের দ্বিতীয় দিন ইউটিউবে অবমুক্ত হয়। ঈদ আয়োজনে নাটক-টেলিফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারের উদ্যোগ হাতে নেয় দীপ্ত টিভি। ঈদ উৎসবের প্রতিদিনই তিনটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচার করে এই চ্যানেল। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় প্রচারিত হয়েছে রিয়াদ তালুকদার পরিচালিত 'বস'। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হয়েছে 'হেল'। এস কে অমিত পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নিপুণ আহমেদ ও জান্নাতুর নূর মুন। ৬ষ্ঠ দিন রাত ১১টা থেকে পরপর তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'এসি রিপেয়ার', 'লালসা' ও 'মানিক' প্রচারিত হয়েছে দিপ্ত টিভিতে। এছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে প্রচার হয়েছে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd