ফারুকির হাতে ‘লক আপ’ ট্রফি, নগদ ২০ লাখ ও গাড়ি

প্রকাশ | ০৮ মে ২০২২, ২০:৪৭

যাযাদি ডেস্ক

জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলোলক আপশোবিতর্কের রানিখ্যাত কঙ্গনা রনৌত সঞ্চালিত একতা কাপুরের এই শোর প্রথম মৌসুম জিতেছেন মুনাওয়ার ফারুকি প্রথম রানারআপ হয়েছেন পায়েল রোহাতগি

 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, নতুন ধারণার এই রিয়েলিটি শো দর্শক-হৃদয়ে জায়গা করে নিয়েছে গতকাল শনিবার এই শোর গ্র্যান্ড ফিনালে আয়োজন হয়

 

চূড়ান্ত ছয় প্রতিযোগী ছিলেনশিবম শর্মা, মুনাওয়ার ফারুকি, প্রিন্স নারুলা, পায়েল রোহাতগি, আজমা ফাল্লাহ অঞ্জলি অরোরা পরে ট্রফি হাতে ওঠে ফারুকির হাতে, যিনি এই শোর মাধ্যমে অসংখ্য মানুষের মন জয় করেছেন

 

ট্রফি, ২০ লাখ রুপি একটি গাড়ি জিতে নেন মুনাওয়ার ফারুকি সেই সঙ্গে বিনা খরচে ইতালি ভ্রমণের সুযোগ পেয়েছেন তিনি

যাযাদি/এস