বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আদিত্য পাঞ্চোলি, অধ্যায়ন সুমন, হৃতিক রোশানের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। যদিও শেষ পর্যন্ত তা টেকেনি।
৩৫ বছর বয়েসী কঙ্গনা কেন বিয়ে করছেন না—এ প্রশ্ন অনেকের। এক অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে না করার কারণ জানালেন বিতর্কিত এই নায়িকা।
সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘ধাকড়’ সিনেমার মতো বাস্তব জীবনেও ‘টম বয়’? তাতেই হেসে কঙ্গনা রাণৌত বলেন, ‘এরকমটা মোটেও নয়। আমি বাস্তব জীবনে কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষেরা এসব বলে বেড়াচ্ছ।’
শারীরিকভাবে তুমি শক্তপোক্ত এজন্য কি বিয়ে হচ্ছে না? এ প্রশ্নের জবাবে কঙ্গনা হাসির ছলে বলেন, ‘হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’
এই আড্ডায় হাজির ছিলেন জন আব্রাহামও। এ সময় তিনি বলেন, ‘সিদ্ধার্থ তুমি এসব কথা ছড়িও না।’ এরপর জন কঙ্গনার বিষয়ে বলেন, ‘আমি শুধু বলতে চাই কঙ্গনা একজন দারুণ অভিনেত্রী। তবে ও চরিত্রের জন্য যাই করুক না কেন, আসল জীবনে ও মোটেও এরকম নয়। খুব মিষ্টি। খুব স্নেহভরা। সৃষ্টিকর্তাকে ভয় পায়। পূজা-পাঠ করে, ও আসলেই একজন খুব সাধারণ মানুষ।’
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd