বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে ‘আজীবন সম্মাননা’ পেলেন আলমগীর ও রুনা লায়লা

যাযাদি ডেস্ক
  ১৬ মে ২০২২, ১০:২৫

নায়ক আলমগীর সংগীতশিল্পী রুনা লায়লা একসঙ্গে একই মঞ্চে 'আজীবন সম্মাননা' ভূষিত হয়েছেন শনিবার (১৪ মে) সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে 'টেলিসিনে অ্যাওয়ার্ড'-এর ১৯তম আসরে এই গুণীর হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়

আলমগীর বলেন, 'এর আগেও কলকাতা থেকে উত্তম কুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছি সম্মাননা প্রাপ্তিতে খুব বেশি উচ্ছ্বসিত হই না, তবে সম্মাননা পেলে অবশ্যই ভালো লাগে কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ডে আমাকে রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি ভালোবাসা'

রুনা লায়লা বলেন, 'এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি বাংলার শিল্পীদের মেলবন্ধন এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একই মঞ্চে আমরা জন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন'

আলমগীর রুনা লায়লা ছাড়া টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজ, কোনালসহ অনেকেই

১৮তম টেলিসিনে অ্যাওয়ার্ডে চিত্রনায়ক ফারুককে আজীবন সম্মাননা দেওয়া হয় সেই আয়োজনে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, মম বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছিলেন

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে