শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
সা ক্ষা ৎ কা র

'নায়ক-নায়িকার যুগ শেষ'

মোহাম্মদ ওমর সানী- চলচ্চিত্র পরিবার ও দর্শক মহলে ওমর সানী নামেই পরিচিত। শুধু চলচ্চিত্রে অভিনয়েই নয়, নানা সময়ে নানা প্রসঙ্গে নানা কথা বা বক্তব্যের মধ্য দিয়েও তিনি আলোচনায় থাকেন। নব্বই দশকের ব্যস্ত এই অভিনেতা এখন বেছে বেছে কাজ করছেন। তার চলমান ব্যস্ততাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন মাতিয়ার রাফায়েল
নতুনধারা
  ১৮ মে ২০২২, ০০:০০
আপডেট  : ১৮ মে ২০২২, ০৯:১৩
মোহাম্মদ ওমর সানী

বর্তমানে কাজ কী কম করা হচ্ছে? কাজ কম করছি কোথায়! যেভাবে চলচ্চিত্রের কাজ চলছে, সে অনুপাতেই তো কাজ করছি। আমার অভিনীত জাহিদ হোসেনের 'সোনার চর', সাইফুল ইসলামের 'বাংলার ভাবী'সহ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। হাতে কয়েকটি কাজও চালিয়ে যাচ্ছি। এখন আমরা যে গ্রেডের অভিনেতা, সে জায়গা থেকে তো এখন যেমন তেমন ছবিতে কাজ করতে পারি না। সেটা কী রকম? যেমন অনেক সময় খুব ভালো সম্মানি প্রস্তাব করা হলেও ছবি ফিরিয়ে দিতে হচ্ছে। আবার অল্প সম্মানির ছবিও মাঝেমধ্যে করে ফেলছি। সবই নিজের স্ট্যান্ডার্ড বজায় রাখতে করতে হচ্ছে। বেশি পারিশ্রমিকের মোহে এমন কাজ করতে চাই না যে, কাজ আমার স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না। এখন একটি কাজের পেছনে গল্প, পরিচালক ও তাতে আমার চরিত্রের ওপর নির্ভর করছে সব। ঈদে প্রেক্ষাগৃহগুলোতে প্রত্যাশামত দর্শক সমাগম নিয়ে আপনার মন্তব্য কী? এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যও খুবই ভালো খবর। আমি সব সময়েই বলে আসছি, ভালো ছবি হলে দর্শক হবেই। সেটার প্রমাণ এবার পাওয়া গেল। চাই দর্শক আবার আগের মতো বন্ধু-বান্ধব পরিবার-পরিজন নিয়ে একটা উৎসবমুখর পরিবেশের মতো ছবি দেখুক। ইন্ডাস্ট্রির অবস্থা আবার ঘুরে দাঁড়াক। \হকিছুদিন আগেও পোস্টারে নায়ক-নায়িকার নাম, ছবি থাকত না- এখন আবার কেন আসছে? এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। তবে আমি এখন এটা দৃঢ়তার সঙ্গেই বলি নায়ক-নায়িকার যুগ শেষ। চলচ্চিত্রে এখন সব ইকু্যয়াল। এখন ভালো চলচ্চিত্র বানাতে হলে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে ভালো নির্মাতা ছাড়া অন্য কোনো উপায় নেই। আজকের বিশ্বায়নের যুগে সিনেমা আগের মতো স্টার, সুপারস্টার কিংবা মেগাস্টার সর্বস্ব হয় না। সিনেমা এখন আর গলাবাজির ওপর চলে না যে, আমিই সুপারস্টার। একটি সিনেমা হিট হবে নাকি সুপারহিট হবে সেটা নির্ভর করে সম্পূর্ণই নির্মাতার ওপর। এখানে শিল্পীরা শুধুমাত্র অলঙ্কার বিশেষ। এই অলঙ্কার গড়ার কাজটি কিন্তু করেন পরিচালকই। তিনি যেভাবে চাইবেন শিল্পীরাও শিল্পী হয়ে উঠবেন সেভাবেই। সে রকম নির্মাতা এখন আছেন? আমি সব সময়েই একজন ইতিবাচক মানুষ। কখনো কোনো কিছুতেই হতাশাবাদীদের দলে নেই। এখনকার অনেক নির্মাতার মধ্যেই আমি আশার আলো দেখতে পাই। সালাহউদ্দিন লাভলু ভাই তো একটি সিনেমা বানিয়েই দেখিয়েছেন তিনি কী মানের নির্মাতা। আমার দুঃখ হয় তিনি কেন আর সিনেমা বানান না। আরও আছেন তৌকীর আহমেদ, গিয়াসউদ্দিন সেলিম, শাহীন সুমন, রায়হার রাফি- যারা খুব ভালো কাজ করছেন। তারা আরও ভালো করবেন সে বিশ্বাস আমার আছে। এমন নির্মাতাদের হাত ধরেই আমাদের ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে সে বিশ্বাস আমার আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে