শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনেমাপাড়ায় কোরবানি ঈদের প্রস্তুতি

মাসুদুর রহমান
  ২৩ মে ২০২২, ০০:০০
আপডেট  : ২৩ মে ২০২২, ১০:৩৭
এবারও মুক্তি পাবে শাকিব খানের একাধিক সিনেমা

দীর্ঘদিন পর দেশের প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছে ঈদুল ফিতরে। ঈদের চারটি সিনেমার তিনটি মোটামুটি ব্যবসা করায় খুশির জোয়ার বইছে চলচ্চিত্রাঙ্গনে। হাফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন প্রযোজক-পরিচালকরা। যদিও ঈদ আসতে এখনো অনেকদিন বাকি। কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে কোরবানি ঈদের সিনেমার জোর প্রস্তুতি। তারকাবহুল বিগ বাজেটের ছয়টির হাঁকডাক শোনা যাচ্ছে সিনেমাপাড়ায়। এরমধ্যে রয়েছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের দুটি। এছাড়া থাকছে অনন্ত-বর্ষা, ডি এ তায়েব-অপু বিশ্বাস, বুবলী-রোশান ও সিয়াম-নুসরাত ফারিয়া জুটির একটি করে সিনেমা। চূড়ান্ত পর্যায়ে ঈদের সিনেমা কতটিতে গিয়ে দাঁড়ায়- তার জন্য অপেক্ষা করতে হলেও শাকিব খানের দুই সিনেমা, অনন্ত জলিলের 'দিন দ্য ডে', সিয়াম আহমেদের 'অপারেশন সুন্দরবন', জিয়াউল হক রোশানের 'রিভেঞ্জ' ও ডি এ তায়েবের 'ঈশা খাঁ' প্রায় নিশ্চিত। তবে জানা গেছে 'অন্তরাত্মা', 'দিন দ্য ডে', 'অপারেশন সুন্দরবন' ও 'রিভেঞ্জ' নিয়ে হল মালিকরা বেশ আগ্রহ দেখাচ্ছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'অন্তরাত্মা' সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। এটি প্রযোজনা করেছে তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন। সিনেমাটির গল্পও তারই লেখা। শাকিব খানের অন্যটি হলো তপু খান পরিচালিত 'লিডার, আমিই বাংলাদেশ'। এতে শাকিবের নায়িকা শবনম বুবলী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সিয়াম নাছের, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ। এটি প্রযোজনা করেছে বেঙ্গল মিডিয়া। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত বহুল আলোচিত 'দিন দ্য ডে' সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল, বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। এতে অনন্ত জলিলকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে। বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠী দমন অভিযানে অংশ নেবেন তিনি। সুন্দরবনকে জলদসু্য মুক্ত করার অভিযান নিয়ে নির্মাতা দীপংকর দীপন বানিয়েছেন 'অপারেশন সুন্দরবন'। রোমাঞ্চকর এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়া প্রমুখ। র?্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে থ্রি হুইলারস লিমিটেড। অ্যাকশান ঘরানার সিনেমা 'রিভেঞ্জ' পরিচালনা করেছেন মো. ইকবাল। সুনাম মুভিজ প্রযোজিত এ সিনেমায় রোশানের রিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে 'ঈসা খাঁ'। পরিচালনা করছেন ডায়েল রহমান। গল্পে দেখা যাবে, ঈশা খাঁ সোনামণিকে ভালোবাসতেন। প্রেমিকাকে সোনারগাঁ নগর উপহার দিয়েছিলেন তিনি। এই গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। এতে ডি এ তায়েবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। চলচ্চিত্রের খরায় স্বস্তির বৃষ্টি নিয়ে আসে ঈদুল ফিতর। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দর্শক উপভোগ করেছে ঈদের সিনেমা। মুক্তির প্রথম সপ্তাহে হাউসফুল গিয়েছে কোনো কোনো সিনেমার। ভালো গল্পের সিনেমার জন্য আজও অপেক্ষায় দর্শক, সেটা প্রমাণ হয়েছে এবারের ঈদে। এই সুনির্মাণের ধারা ধরে রাখতে হবে। তাহলে সিনেমা হলে দর্শক ফেরার ধারাবাহিকতা বজায় থাকবে বলে মন্তব্য চলচ্চিত্র বোদ্ধাদের। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, 'ঈদের সিনেমা দিয়ে দর্শক হলে ফিরেছে। কারণ তারা তাদের পছন্দের ছবি পেয়েছে। এখন পরিচালক ও প্রযোজকদের উচিত ভালো ছবি নির্মাণ অব্যাহত রাখা। চলচ্চিত্রের সুদিন ফেরানোর একমাত্র পথ পর্যাপ্ত ও মানসম্মত দর্শক পছন্দের ছবি। রোজার ঈদের মতো কোরবানি ঈদেও সাড়া মেলবে এটা প্রত্যাশা সবার।' প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, 'করোনাভাইরাসের মধ্যে গত দুই বছর কোনো সিনেমা ভালো ব্যবসা করতে পারেনি, এবার ঈদে বড় আয়োজনের কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটি সিনেমা মোটামুটি চলছে। আগামী ঈদেও কয়েকটি সিনেমা মুক্তি পাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে