শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেলবোর্ন মাতালেন মমতাজ

বিনোদন রিপোর্ট
  ২৩ মে ২০২২, ০০:০০
আপডেট  : ২৩ মে ২০২২, ১০:৩৭

কিছুদিন পরপর দেশের বাইরে গিয়ে গান গেয়ে সেখানকার দর্শকদের মাতোয়ারা করে আসেন 'ফোক সম্রাজ্ঞী' ও সংসদ সদস্য মমতাজ বেগম। এর আগে বেশ কয়েকবার অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে গান গাইতে গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনিতে বেশ কয়েকবার গান গেয়েছেন সব বয়সি শ্রোতাদের পছন্দের এই কণ্ঠশিল্পী। কিন্তু এবারই প্রথম তিনি সেখানকার মেলবোর্নে সংগীত পরিবেশন করেছেন। ২১ মে মমতাজ মেলবোর্নে প্রবাসী বাংলাদেশির ঈদ-পরবর্তী একটি মিলনমেলার অনুষ্ঠানে শ্রোতাদের মুগ্ধ করেন মমতাজ। অনেকদিন পর সশরীরে মমতাজকে দেখে আকেগাপস্নুত হয়ে পড়েন সেখানকার বাংলাদেশিরা। জানি কোন অপরাধে, খায়রুন লো, পাঙ্খা পাঙ্খা, বাপের বড় পোলা, আগে যদি জানতাম রে বন্ধু, মায়ের কান্দন যাবতজীবন'- এ রকম অনেকগুলো জনপ্রিয় গান গেয়েছেন মমতাজ। তার গানের সঙ্গে নাচে-গানে উলস্নাসে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। এই অনুষ্ঠাটি স্মরণীয় হয়ে থাকবে উলেস্নখ করে মেলবোর্ন থেকে মুঠোফোনে মমতাজ বলেন, 'সত্যি কথা বলতে, এর আগে সিডনিতে বেশ কয়েকবার স্টেজ শো'তে পারফর্ম করেছি। কিন্তু এবারই প্রথম মেলবোর্নে বাঙালিদের আমন্ত্রণে গাইলাম। জীবনের প্রয়োজনে এখানে অনেক বাংলাদেশিরা থাকেন। তারা যে দেশকে কতটা ভালোবাসেন, উপলদ্ধি করেন, তা এখানে না আসলে বোঝা যায় না। গানে গানে তারা ভীষণ আবেগী হয়ে উঠছিলেন বারবার। আমার নিজেরও চোখ ভিজে গিয়েছিল বেশ কয়েকবার। অনেক মধুর স্মৃতি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তবে সবার যে ভালোবাসা পেয়েছি, সেটা আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখব। সবাই ভালো থাকুক, মেলবোর্নের বুকে আমার প্রিয় বাংলাদেশিরা ভালো থাকুক-এই শুভ কামনা আমার।' মমতাজ জানান, আগামী ২৮ মে সিডনিতে আরেকটি শো'তে অংশগ্রহণ শেষে আগামী ৩০ মে দেশে ফিরবেন। দেশে ফিরে আগামী ৪ জুন চাঁদপুরে একটি স্টেজ শো'তে পারফর্ম করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে