শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোদিকে কটাক্ষ নুসরাতের

বিনোদন ডেস্ক
  ২৩ মে ২০২২, ০০:০০
আপডেট  : ২৩ মে ২০২২, ১০:৩৭
নুসরাত জাহান

বিয়ে, সন্তান বিতর্কের পর সম্প্রতি পশ্চিমবঙ্গের বহুল আলোচিত অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে নিখোঁজ পোস্টার ছাপা হয়েছিল তার নিজের এলাকায়। কারণ, ব্যক্তিগত বিভিন্ন ঝামেলার কারণে রাজনৈতিক মঞ্চে দীর্ঘদিন দেখা মেলেনি। এরই মধ্যে রোববার ভারতের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইট করলেন বসিরহাটের এই সংসদ সতস্য। এরপর থেকে রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন, অবশেষে কি রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছেন এই সংসদ সদস্য? কোনো কোনো নেটিজেন মনে করিয়ে দিলেন, নিখোঁজ পোস্টারের কথাও। শুক্রবার বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, 'রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ছোট ছোট ঘটনার দিকে তাকিয়ে থাকেন বিরোধীরা। এভাবেই মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ায় রাজনৈতিক দলগুলো।' প্রধানমন্ত্রীর বক্তব্যের এই অংশটুকু তুলে ধরে টুইট করেছেন নুসরাত। সঙ্গে লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চয়ই রাজ্য বিজেপির কথা বলছেন।' সঙ্গে আবার মুখ টিপে হাসির চিহ্নও যোগ করেছেন এই অভিনেত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকায় পোস্টার পড়ে। সেখানে লেখা হয়, তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান 'নিখোঁজ'! দেগঙ্গা বস্নকের হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েতটি বসিরহাট লোকসভার অন্তর্গত। এই পঞ্চায়েতের কেয়াডাঙা এবং চাপাতলা এলাকায় অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহানের নামে 'নিখোঁজ' এবং 'সন্ধান চাই' পোস্টার দেখা যায়। কোনো কোনো পোস্টারের নিচে লেখা, সাধারণ জনগণ, আবার কোনোটায় লেখা প্রতারিত জনগণ। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক চাপা উত্তেজনা। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। এদিন সংসদ সদস্যের টুইট করার পরই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের প্রশ্ন, ফের কি রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন সংসদ সদস্য? এতদিন কোথায় ছিলেন, সে প্রশ্নও তুলেছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে