শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
সা ক্ষা ৎ কা র

'এবারের জন্মদিনটা অন্যরকম'

জিয়াউল ফারুক অপূর্ব- টিভি নাটকের 'রোমান্টিক হিরো' হিসেবে যেমন পরিচিত, তেমনি রোমান্টিক নাটকের 'রাজপুত্তুর' বলেও খ্যাত তিনি। এই মডেল-অভিনেতা দেড় দশকেরও বেশি সময় ধরে একক নাটকে রাজত্ব করে চলেছেন। অভিনয়ে একাগ্রতা, অধ্যবসায় ও ভালোবাসা এই সুদর্শন অভিনেতাকে জাত শিল্পী হিসেবে বারবার প্রমাণ করেছে। তাই পরিচালকরাও নতুন নাটকের বেলায় প্রথমে তাকে নিয়েই ভাবেন। তাকে চিন্তা করেই তৈরি হয়েছে অনেক নাটকের গল্প। আজ তার জন্মদিন। বিশেষ এই দিন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
নতুনধারা
  ২৭ জুন ২০২২, ০০:০০
আপডেট  : ২৭ জুন ২০২২, ০৯:০৪
জিয়াউল ফারুক অপূর্ব

আজকের জন্মদিনে... জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা কিংবা আয়োজন নেই। কারণ কিছুদিন আগেই আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা ছাড়া প্রথম জন্মদিন। তাই দিনটি খুব সাধারণভাবেই পরিবারের সঙ্গে কাটাতে চাই। আজকে কোনো শুটিং রাখিনি। বাবা বেঁচে থাকতে জন্মদিনে মোটামুটি একটা আয়োজন থাকত। খুব কাছের পরিচালক, সহশিল্পী, বন্ধুবান্ধব ও কিছু স্বজন নিয়ে আনন্দঘন পরিবেশে দিনটা কেটে যেত। কিন্তু এবার তা হচ্ছে না। এবারের জন্মদিনটা অন্যরকম। অনেকটা বিষাদময়। বারবার বাবাকে মনে পড়ছে। বাবা ছেলের জন্মদিন... আজ শুধু আমার নয়, আমার ছেলে আয়াশেরও জন্মদিন। এই দিনে সবার কাছে দোওয়া ও ভালোবাসা চাই ছেলে আয়াশের জন্য, নিজের জন্য এবং আমার পরিবারের জন্য। ঈদের নাটকে... আগামী ঈদের জন্য এরই মধ্যে কয়েকজন পরিচালকের নাটকের কাজ শেষ করেছি। যার মধ্যে আছেন শিহাব শাহীন, মেহেদী হাসান জনি, মোরসালিন শুভ। সামনে আরও কিছু ভালো চিত্রনাট্যের শুটিং করব। সব মিলিয়ে কতগুলো কাজ করা হবে তা বলতে পারছি না। তবে রোজার ঈদের চেয়ে এবারের ঈদে একটু বেশি নাটকে দেখা যাবে মনে হচ্ছে। একটু ব্যতিক্রম... গতানুগতিকের বাইরে একটু ব্যতিক্রম তো সব সময়ই থাকে। যদিও রোমান্টিক নাটকেই আমার বেশি অভিনয় করা হয়। গত ঈদে যে রকম গল্প-চরিত্রে কাজ করেছি এবারের ঈদেও তেমনটি থাকবে তা নয়। কিছুটা অন্যরকমভাবেই দর্শকরা আমাকে পাবেন। ভালো গল্পে সব সময় ... প্রতি মুহূর্তেই চেষ্টা থাকে ভালো গল্পের নাটকে অভিনয় করার। কোনো কারণেই কারো বিশেষ অনুরোধেও গল্প ভালো লাগেনি এমন নাটকে কাজ করিনি, করতেও চাই না। কারণ আমার ভক্ত, দর্শক আমার একটি ভালো কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাদের কাছে আমি প্রতিশ্রম্নতিবদ্ধ ভালো গল্পের। পদ্মা সেতু... ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। এ নিয়ে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল 'জিয়াউল ফারুক অপূর্ব'তে একটি অডিও বার্তা দিয়েছি। এটি আমাদের বড় একটি অর্জন। পদ্মা সেতু নামটি বাংলার জনগণের কাছে ছিল কেবল রূপকথা। দূরদর্শী এক রাষ্ট্রনায়কের অসীম সাহসিকতা আর প্রবল আত্মবিশ্বাসের বাস্তব প্রতিফলন আজকের এই পদ্মা সেতু। তাই অন্তরের অন্তস্তল থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে