বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের শুটিং সেটের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ভারতের মুম্বাইয়ের অন্ধেরির বাজার এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আবাসন ও বাণিজ্যিক ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন।
ঘটনাস্থলেই খুব কাছেই ছিল পরিচালক লভ রঞ্জনের নতুন ছবির সেট। রণবীর ও শ্রদ্ধা। আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় পাশে রাজশ্রী প্রযোজনা সংস্থার সেটেও। সেখানেও তখন শুটিং করছিলেন সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল।
হইচই পড়ে যায় রাজশ্রীর সেটে। রাজবীর তখন শটের মাঝপথে। এ ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে ধর্মেন্দ্রর নাতির। এরপর আপদকালীন ব্যবস্থা নেন নির্মাতারা। শুটিং বন্ধ করে কলাকুশলীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে ঘটনায় কেউ হতাহত হননি। সেটগুলোতেও বড়সড় ক্ষতি হয়নি, জানিয়েছেন প্রযোজনা সংশ্লিষ্টরা।
যাযাদি/ এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd