মনে আনন্দ আছে বলেই ভোটে লড়ছি : হিরো আলম 

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:৪৯

যাযাদি ডেস্ক
গানের তালে তালে নির্বাচনি প্রচারণায় হিরো আলম

ভোটের প্রচারে নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে লড়ছেন।

গানের তালে তালে ট্রাকে করে নির্বাচনি প্রচারণায় এলাকাগুলোতে নিজের দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হিরো আলম। সবার দ্বারে দ্বারে গিয়ে একতারা মার্কায় ভোট চাচ্ছেন তিনি।

এর আগে, প্রচারণার অংশ হিসেবে বেহুলা-লখিন্দরের ঐতিহাসিক বাসর ঘরে (মহাস্থানগড়) গিয়েছিলেন হিরো আলম। সেখানে গিয়েও ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করেন তিনি।

হিরো আলম বলেন, মনে আনন্দ আছে বলেই ভোটে লড়ছি। ভোটে হারজিত থাকবেই, চিন্তা কিসের। ভক্তরা আছে বলেই আজ আমি হিরো আলম।

ভোটের প্রচারে নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে লড়ছেন।

গানের তালে তালে ট্রাকে করে নির্বাচনি প্রচারণায় এলাকাগুলোতে নিজের দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হিরো আলম। সবার দ্বারে দ্বারে গিয়ে একতারা মার্কায় ভোট চাচ্ছেন তিনি।

এর আগে, প্রচারণার অংশ হিসেবে বেহুলা-লখিন্দরের ঐতিহাসিক বাসর ঘরে (মহাস্থানগড়) গিয়েছিলেন হিরো আলম। সেখানে গিয়েও ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করেন তিনি।

হিরো আলম বলেন, মনে আনন্দ আছে বলেই ভোটে লড়ছি। ভোটে হারজিত থাকবেই, চিন্তা কিসের। ভক্তরা আছে বলেই আজ আমি হিরো আলম।

তিনি আরও বলেন, অনেকেই জানতে চেয়েছিলেন, আমার নির্বাচনি প্রচারণায় চমক থাকবে কি না? তারই একটা চমক দিলাম। আমরা বেহুলা-লখিন্দরের বাসর ঘরে এসে ভোটের প্রচারণা চালালাম।

বেহুলা-লখিন্দরের বাসর ঘরের চারপাশে উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে হিরো আলম বলেন, এখানে অনেক দূর-দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। এ জায়গার সৌন্দর্য বর্ধনে কাজ করব। যারা ভোটার আছেন, তারা অবশ্যই আমাকে একতারা মার্কায় ভোট দেবেন। আপনাদের দোয়ায় আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব।

যাযাদি/ এস